ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফেনীতে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২০
ফেনীতে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক

ফেনী: ছাত্র বলাৎকারের অভিযোগে ফেনীর দাগনভূঞাঁয় এমদাদ উল্লাহ নামে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। তিনি একই উপজেলার এয়াকুবপুর ইউনিয়নের রশিদপুর মদিনাতুল উলুম মাদরাসার শিক্ষক।

সোমবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় দাগনভূঞাঁ থানা পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটক করে।

পুলিশ ও  ভুক্তভোগী মাদরাসা ছাত্রের স্বজনরা জানান, দীর্ঘদিন যাবত মাদরাসা শিক্ষক এমদাদ উল্লাহ নানা প্রলভনসহ ভয়-ভীতি দেখিয়ে ওই ছাত্রকে বলাৎকার করে আসছিল। কিন্তু ওই ছাত্র ভয় ও লজ্জায় কারোর কাছে মুখ খোলেনি।

এক পর্যায়ে সোমবার সকালে শিশুটি বাড়ি গিয়ে মাদরাসা না যাওয়ার জন্য কান্নাকাটি করতে থাকে। পরে পরিবার মাদরাসায় না যেতে চাওয়ার কারণ জানতে চাইলে সে শিক্ষকের অপকর্মের বিষয়টি পরিবারকে জানায়।  

পরে ছাত্রের মা দাগনভূঞাঁ থানায় গিয়ে অভিযোগ করলে সন্ধ্যায় ওই শিক্ষককে মাদরাসা থেকে আটক করে পুলিশ।

দাগনভূঞাঁ থানার পরিদর্শক (ওসি) ইমতিয়াজ আহমেদ বাংলানিউজকে বিষয়টি জানান।

তিনি বলেন, অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২০
এসএইচডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।