ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৯ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২০
টাঙ্গাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

টাঙ্গাইল: টাঙ্গাইল: টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) ভোরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত পাঁচজন হলেন- ট্রাক চালক রাজশাহীর গোদাগাড়ি উপজেলার মো. তোফাজ্জল হোসেনের ছেলে মো. বুলবুল মিয়া (৪০), শ্রমিক বাবুল মিয়া (৩২), সোবাহান (৩৪), নজরুল ইসলাম (৩৫), রিয়াদ মিয়া (৩০)।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. রেজাউল করিম বাংলানিউজকে জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী সবজি বোঝাই একটি ট্রাক টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা উত্তরবঙ্গগামী অপর একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘনটাস্থলেই চার জন নিহত হন। এছাড়া আহত হন আরও তিনজন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।

বাংলাদেশ সময়: ০৮২৯ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২০
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।