মুন্সিগঞ্জ: পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।
সোমবার (৭ ডিসেম্বর) দিনগত রাত ১২টার পর থেকে ফেরি চলাচল বন্ধের তথ্য নিশ্চিত করেছেন শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক সাফায়েত আহমেদ।
তিনি জানান, হঠাৎ মাঝ পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে গেছে। ফলে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। মাঝ পদ্মায় চারটি ফেরি মানুষ ও যানবাহন নিয়ে নোঙর করে আছে। কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।
বর্তমানে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে তিন শতাধিক যানবাহন নৌপথ পার হওয়ার অপেক্ষায় রয়েছে।
বাংলাদেশ সময়: ০৯২৬ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২০
আরবি