ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভালো কাজে বাধা আসবেই: তাপস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২০
ভালো কাজে বাধা আসবেই: তাপস গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ছবি: ডি এইচ বাদল

ঢাকা: ভালো কাজ করতে গেলে বাধা আসবেই বলে মন্তব্য করেছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে আদি বুড়িগঙ্গা চ্যানেল পরিদর্শনের সময় হাজারীবাগে কালু নগর স্লুইস গেট এলাকায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ঢাকা ওয়াসা থেকে খালগুলো সিটি করপোরেশনকে হস্তান্তর করার প্রক্রিয়া শুরু হয়েছে। আপনারা জানেন প্রতি বুধবার আমি বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বের হই। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার খালগুলোকে আমরা এ মৌসুমেই পরিষ্কার এবং দখলমুক্ত করতে চাচ্ছি। যার ফলশ্রুতিতে গত সপ্তাহে আমরা জিরানী খাল পরিদর্শন করেছি। আজ আদি বুড়িগঙ্গার কালুনগর খাল পরিদর্শন করেছি। আমাদের কার্যক্রম আমরা শুরু করে দিয়েছি। প্রাথমিক পর্যায়ে আমরা খালগুলো পরিষ্কার করার পাশাপাশি সীমানা নির্ধারণ করে অবৈধ দখলমুক্ত করবো। পরবর্তীতে এসব স্থানে আমরা নান্দনিক পরিবেশ তৈরি করবো। আদি বুড়িগঙ্গা চ্যানেল নিয়ে আমাদের একটি বড় পরিকল্পনা রয়েছে, আমরা এখানে হাতিরঝিলের মতো কিংবা তার চেয়েও উন্নত পরিবেশ সৃষ্টি করতে চাই।  

খালগুলো দখল উচ্ছেদ করতে কতো সময় লাগতে পারে এমন প্রশ্নের উত্তরে ডিএসসিসি মেয়র বলেন, আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পেরেছেন ব্যাপক কর্মযজ্ঞ আমাদের গ্রহণ করতে হয়েছে। আমরা বসে নেই প্রথম দিন থেকেই কাজ শুরু করেছি। আমাদের প্রাথমিক প্রতিকূলতা হলো খালগুলোতে বর্জ্য ফেলে বন্ধ করে দেওয়া হয়, এতে পানির প্রবাহ থাকে না। এজন্য আমরা আগামী বর্ষা মৌসুমের আগেই খালগুলো পূর্ণ পরিষ্কার এবং যেখানে সীমানা নির্ধারণ করে বেড়া দেওয়া প্রয়োজন, সেগুলো করবো। ১০ ফুট উঁচু করে আমরা বেড়া দিচ্ছি যাতে করে আর বর্জ্য ফেলা না যায়। এরপর দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় আমরা নান্দনিক পরিবেশ সৃষ্টি করবো, যেন মানুষ বর্জ্য ফেলা থেকে বিরত থাকে এবং বিনোদনের পরিবেশ সৃষ্টি হয়।  

অবৈধভাবে দখল উচ্ছেদ বিষয়ে দৃঢ়তা প্রকাশ করে দক্ষিণ সিটির মেয়র তাপস বলেন, আপনারা লক্ষ্য করেছেন আমরা সব ধরনের বর্জ্য অপসারণ করছি। খাল থেকে যেমন বর্জ্য অপসারণ করছি, তেমনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকেও বর্জ্য অপসারণ করা হচ্ছে। দুর্নীতি মুক্ত করা হচ্ছে, সুতরাং সব পর্যায়ের মানব সৃষ্ট বর্জ্য অপসারণের কার্যক্রম চলছে।

ফুলবাড়িয়া মার্কেটে অবৈধ দখলমুক্ত করতে বাধার সম্মুখীন হয়েছিলেন, সুতরাং আগামী দিনের পরিকল্পনা কি জানতে চাইলে ব্যারিস্টার তাপস বলেন, ভালো কাজ করতে গেলে বাধা আসবেই। কিন্তু আমরা সেই দৃঢ়তা এবং সংকল্প নিয়েই আমাদের কার্যক্রম শুরু করেছি। আমরা আশাবাদী অচিরেই ঢাকাবাসীকে একটি সুন্দর ঢাকা উপহার দিতে পারবো।  

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২০
আরকেআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।