ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গ্রাহক নিরাপত্তায় র‌্যাব-বিকাশ মতবিনিময়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২০
গ্রাহক নিরাপত্তায় র‌্যাব-বিকাশ মতবিনিময় গ্রাহক নিরাপত্তায় র‍্যাব-বিকাশ মতবিনিময়

ঢাকা: আর্থিক অন্তর্ভুক্তিতে অবদান রাখা এমএফএস খাতের গ্রাহকদের নিরাপত্তায় আরও সমন্বিতভাবে কাজ করার লক্ষে সম্প্রতি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে বিকাশ মতবিনিময় করেছে।

বুধবার (৯ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিকাশ এ তথ্য জানায়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর উত্তরায় র‍্যাব হেডকোয়ার্টার্সে র‍্যাবের মহাপরিচালক (ডিজি), অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সঙ্গে মতবিনিময় করেছেন বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর।

বিকাশের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন, মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব.), চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার এবং হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স এ কে এম মনিরুল করিম।  

এছাড়াও মতবিনিময়ের সময় উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২০
এসই/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।