সিলেট: সিলেটে ভেজালবিরোধী অভিযান চালিয়ে দুই রেস্টুরেন্টকে ৪২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৯ ডিসেম্বর) দুপুরে নগরের জিন্দাবাজারের পালকি রেস্টুরেন্ট ও কাজী অ্যাসপারাগাস ফুড আইল্যান্ডে অভিযান চালায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট।
অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী রাখার দায়ে পালকি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা ও কাজী অ্যাসপারাগাস ফুড আইল্যান্ডের ৫টি বুথে মেয়াদোত্তীর্ণ খাবার থাকায় ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান চলাকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সঙ্গে র্যাবের একটি দল উপস্থিত ছিল।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট মহানগরের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ বলেন, মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী রাখার দায়ে একটি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা ও আরেকটিকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২০
এনইউ/ওএইচ/