লালমনিরহাট: দুই দিন পার হয়ে গেলেও এখনো সন্ধান মেলেনি লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে ডুবে নিখোঁজ হওয়া জেলে হেলাল উদ্দিনের (২৬)।
বুধবার (৯ ডিসেম্বর) বিকেলে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন হাতীবান্ধা ফায়ার সার্ভিসের ইনচার্জ সিদ্দিকী হোসেন।
নিখোঁজ জেলে হেলাল উদ্দিন হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের দোয়ানী গ্রামের মকবুল হোসেনের ছেলে।
হাতীবান্ধা ফায়ার সার্ভিসের ইনচার্জ সিদ্দিকী হোসেন জানান, মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে তিস্তা ব্যারাজ সেচ প্রকল্পের মূলস্রোত ধারার ভাটিতে নৌকায় করে মাছ ধরতে যান জেলে হেলাল উদ্দিন। এ সময় অসাবধনতায় নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ হন তিনি। স্থানীয় জেলেরা প্রথম দিকে তার সন্ধানের চেষ্টা করে ব্যর্থ হলে হাতীবান্ধা ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে রংপুর থেকে ডুবুরি দল নিয়ে চেষ্টা করা হচ্ছে। বুধবার (৯ ডিসেম্বর) বিকেল পর্যন্ত তার সন্ধান মেলানো সম্ভব হয়নি। চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২০
আরএ