ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কালিয়ায় অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু, বসতঘর পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২০
কালিয়ায় অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু, বসতঘর পুড়ে ছাই মৃত শিশুর স্বজনদের আহাজারি। ছবি: বাংলানিউজ

নড়াইল: নড়াইলের কালিয়া উপজেলার বড়নাল-ইলিয়াসাবাদ ইউনিয়নের রাজাপুর গ্রামে অগ্নিদগ্ধ হয়ে শ্রাবন্তী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দিনগত রাত ১০টার দিকে এ ঘটনা।

শ্রাবন্তী খুলনার তেরখাদা উপজেলার ইন্দুরহাটী গ্রামের হেকমত শেখের মেয়ে। গত বৃহস্পতিবার সকালে মায়ের সঙ্গে কালিয়ায় নানাবাড়ি বেড়াতে আসে শ্রাবন্তী।
  
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে শ্রাবন্তী ঘুমিয়ে পড়লে তার মা পাশের ঘরে টিভি দেখতে যান। রাত ১০টার দিকে হঠাৎ করে ওই ঘরে (শ্রাবন্তী ঘুমিয়ে থাকা ঘর) আগুন দেখতে পান পরিবারের সদস্যরা। আগুন নেভানোর আগেই ঘরটি পুড়ে যায়। পরে শ্রাবন্তীর মরদেহ উদ্ধার করা হয়।  

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বিষয়টি আমরা অবগত হয়েছি। এ ব্যাপারে আরো খোঁজ খবর নেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।