ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢাকা কো-অপারেটিভ সোসাইটির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২০
ঢাকা কো-অপারেটিভ সোসাইটির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সংবাদ সম্মেলন। ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় অবস্থিত ঢাকা কো-অপারেটিভ সোসাইটির সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।

শুক্রবার (১১ ডিসেম্বর) দুপুরে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের কুরাগাঁও এলাকায় ঢাকা কো-অপারেটিভ সোসাইটির অফিসে এ সংবাদ সম্মেলন করেন তারা।

সংবাদ সম্মেলনে সোসাইটির প্লট ও ফ্ল্যাট মালিকরা জানান, মোসলেহ উদ্দিন বিভিন্নভাবে ওই সোসাইটির বেশ কয়েকটি প্লট অনিয়ম ও দুর্নীতি করে বিক্রি করে প্রায় ১০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন সেই সঙ্গে সোসাইটির ভেতরে বিভিন্ন বাড়ির মালিকদের যাতায়াতের ব্যবস্থা করে দেওয়ার কথা বলে আরো কয়েক লাখ টাকা হাতিয়ে নেন। এসময় তারা সাধারণ সম্পাদকের পদ থেকে তাকে অপসারণের দাবি জানান।

এদিকে সংবাদ সম্মেলনে উপস্থিত ঢাকা কো-অপারেটিভ সোসাইটির সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন বলেন, ব্যবস্থাপনা কমিটি সব পর্যবেক্ষণ করছে তারা যে সিদ্ধান্ত নেবে তা মেনে নেব।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।