ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাবা-মায়ের সঙ্গে অভিমান করে শিশুর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২০
বাবা-মায়ের সঙ্গে অভিমান করে শিশুর আত্মহত্যা প্রতীকী

নারায়ণগঞ্জ: মা-বাবার সঙ্গে অভিমান করে বেলাল হোসেন নামে দশ বছরের এক শিশু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শনিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় রূপগঞ্জের তারাব পৌরসভার মৈকুলি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বেলাল নিলফামারী সদরের গোরগ্রাম এলাকার ইউসুফ মিয়ার ছেলে। তারা মৈকুলী এলাকার আবু তাহেরের ভাড়াটিয়া ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত তিনদিন ধরে মাদ্রাসায় না যাওয়ার কারণে তার মা তাকে ঘরের ভেতর রেখে বাইরে থেকে তালা ঝুলিয়ে কারখানায় চলে যায়। বিকেলে ফিরে এসে তিনি দেখতে পান ভেতর থেকে দরজা আটকানো। সন্দেহ হলে জানালা দিয়ে উঁকি দিয়ে ছেলের ঝুলন্ত মরদেহ দেখতে পান তিনি। পরে এলাকাবাসীর সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। খবর পেয়ে সন্ধ্যায় রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২০
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।