ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

করোনায় মারা গেলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২০
করোনায় মারা গেলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক

খুলনা: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মালিক সরোয়ার উদ্দিন (ইন্না লিল্লাহি ...রাজিউন)।  

শনিবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ৯টায় খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের ফ্লু কর্নারের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।  

বিষয়টি নিশ্চিত করে জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক হাজী সাইফুল খান জানান, ৩ ডিসেম্বর করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর অবস্থার অবনতি হলে গত ১০ ডিসেম্বর তাকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া মালিক সরোয়ারের স্ত্রীও করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।

তার মৃত্যুর সংবাদ শুনে হাসপাতালে ছুটে যান খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক অসিত বরণ বিশ্বাস, কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ স ম আবদুর সালাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোতাবেক হোসেন, সাইফুল ইসলাম, মহানগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশ-সহ স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।

এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারীসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।

বাংলাদেশ সময়: ০০৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২০
এমআরএম/ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।