ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

স্থানীয় সরকার নির্বাচনে জন আকাঙ্খার প্রতিফলনে সরকার আন্তরিক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২০
স্থানীয় সরকার নির্বাচনে জন আকাঙ্খার প্রতিফলনে সরকার আন্তরিক

ঢাকা: স্থানীয় সরকার নির্বাচনে জনমানুষের আকাঙ্খার প্রতিফলন ঘটাতে সরকার আন্তরিক বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

রোববার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এসট্রাপ পিটারসেন সৌজন্য সাক্ষাৎ শেষে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

আসন্ন ইউপি নির্বাচন নিয়ে মন্ত্রী বলেন, আমাদের স্থানীয় নির্বাচন সময় মতো হওয়া গুরুত্বপূর্ণ। সুষ্ঠু নির্বাচন সঠিক নির্বাচনের জন্য একটা বড় ধরনের উপকরণ হিসেবে কাজ করে। সুষ্ঠুভাবে নির্বাচন করার জন্য আমরা ও প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক। তারপরও সারা বিশ্বে নির্বাচন নিয়ে কম বেশি আলোচনা সমালোচনা হয়, আমাদের দেশেও হয়েছে।

স্থানীয় সরকার কাঠামোর মধ্যে আগামী ২৮ ডিসেম্বর প্রথম দফায় পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপরই অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, আমরা আন্তরিক যাতে স্থানীয় নির্বাচন, জাতীয় নির্বাচনসহ সব নির্বাচনে জনমানুষের আকাঙ্খার প্রতিফলন ঘটে।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২০
এমআইএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।