ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে দুস্থ শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২০
গোপালগঞ্জে দুস্থ শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ শীতার্ত অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় সরকারি ও ব্যক্তিগত উদ্যোগে ১ হাজার দুস্থ ও অসহায়  শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

রোববার (১৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার কান্দি ইউনিয়ন পরিষদ (ইউপি) চত্বরে আনুষ্ঠানিকভাবে কম্বলগুলো বিতরণ করা হয়।

কান্দি ইউপি চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈর উদ্যোগে এ শীত বস্ত্র বিতরণ করা হয়।  

বিররণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস।  

কান্দি ইউপি চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা সভায় জেলা পরিষদের সদস্য রীনা রাণী মণ্ডল, কান্দি ইউপি সদস্য সিদ্ধার্থ বাড়ৈ, মঞ্জু হালদার, মীরা টিকাদার, বাসুদেব হালদার, প্রভাষ বৈরাগী, বীর মুক্তিযোদ্ধা সুরেন্দ্রনাথ বিশ্বাস ও আলী আকবর বক্তব্য রাখেন।  

পরে ১ হাজার বীর মুক্তিযোদ্ধা, নারী ও পুরুষের হাতে কম্বলগুলো তুলে দেন অতিথিরা।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।