ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রথম প্রহরে ঢাবিতে বিজয় উদযাপন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২১ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২০
প্রথম প্রহরে ঢাবিতে বিজয় উদযাপন প্রথম প্রহরে ঢাবিতে বিজয় উদযাপন। ছবি: বাংলানিউজ

ঢাকা: প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে বিজয় উদযাপন চলছে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা থেকে টিএসসি প্রাঙ্গন লাল-সবুজের পতাকার আবহে রঙিন বাতিতে সাজানো হয়েছে।

আলোর ঝলকানিতে রঙিন হয়ে উঠেছে পুরো টিএসসি।

বুধবার (১৬ ডিসেম্বর) ঘড়ির কাটায় বারোটা এক মিনিট হওয়ার পরেই বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিজয়ের স্লোগান দেয়। মোমবাতি প্রজ্জ্বলন, ফানুস উড়িয়ে বিজয়োল্লাস করে তারা।

শুধু টিএসসি নয় বিশ্ববিদ্যালয়ের কলা ভবন, বিজনেস ফ্যাকাল্টি, কার্জন হল এলাকায় লাল সবুজের বাতি জ্বালানো হয়। বিভিন্ন ভবনে লাগানো হয় বিজয় দিবসের বিভিন্ন ব্যানার-ফেস্টুন।

অপরদিকে বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা। চলচ্চিত্র সংসদ কর্তৃক চলছিল রক্তে রাঙা বিজয় আমার শীর্ষক অনুষ্ঠান।

এদিকে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এ বছর করােনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সীমিত পরিসরে এসব কর্মসূচি পালিত হবে।

কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৬টা ১৫ মিনিটে উপাচার্য ভবনসহ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ভবনে জাতীয় পতাকা উত্তোলন এবং সকাল ৭টা ০৫মিনিটে উপাচার্য অধ্যাপক ড. মাে. আখতারুজ্জামানের নেতৃত্বে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের উদ্দেশে যাত্রা। এছাড়া বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসহ বিভিন্ন হল মসজিদ ও উপাসনালয়ে শহীদদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা এবং দেশের সমৃদ্ধি ও উন্নতির জন্য দোয়া/প্রার্থনা করা হবে।

মহান বিজয় দিবস উপলক্ষ্যে কলা ভবন, কার্জন হল, ছাত্র-শিক্ষক কেন্দ্র ও স্মৃতি চিরন্তন-এ আলোকসজ্জা করা হয়েছে।

আগামীকাল ১৬ ডিসেম্বর ২০২০ বুধবার বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল আত্মোৎসর্গকারীর স্মরণে নবনির্মিত ম্যুরাল 'ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধ' উদ্বোধন করা হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাে. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ম্যুরাল উদ্বোধন করবেন।

বিজয় উদযাপন উপলক্ষে ১৬ ডিসেম্বর (বুধবার) সকালে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। সেখানে স্বাধীনতা যুদ্ধের দুর্লভ চিত্র প্রদর্শন করা হবে।

বাংলাদেশ সময়: ০১২১ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২০
এসকেবি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।