ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বুদ্ধি প্রতিবন্ধী জুল্লু পেল নতুন বাড়ি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
বুদ্ধি প্রতিবন্ধী জুল্লু পেল নতুন বাড়ি বুদ্ধি প্রতিবন্ধী জুল্লু পেল নতুন বাড়ি

মেহেরপুর: থাকার জন্য আর অন্যের দুয়ারে যেতে হবে না বুদ্ধি প্রতিবন্ধী জুল্লুকে। শীতে নিদারুণ কষ্টও পেতে হবেনা।

বুদ্ধি প্রতিবন্ধী জুল্লু (৫৫) পেলেন থাকার জন্য যেমন ঘর, তেমনি কনকনে শীত নিবারণের জন্য পেলেন লাল জ্যাকেট, লেপ, কম্বল আর চৌকি।  

এই মানবিক কাজটি করলেন আমঝুপি শিশু কিশোর সংগঠনের নেতারা।

শনিবার (২৬ ডিসেম্বর) বিকেলে জুল্লুকে এসব বুঝিয়ে দেন সংগঠনটি।

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের বুদ্ধি প্রতিবন্ধী জুল্লু ওরফে জুল্লু পাগলের ঘর না থাকাতে ঘুরে বেড়াতেন এখানে সেখানে। প্রয়োজনীয় শীতের পোশাক না থাকায় এই প্রচণ্ড শীতে তাকে থাকতে হতো যবুথবু হয়ে। কখনো কখনো তাকে খোলা আকাশের নিচে বা কারোর ঘরের চান্দড়িতেই গরম কাপড় বিহীন কাটাতে হতো। তার এই কষ্ট ঘোচাতে সাহায্যের হাত বাড়িয়েছে স্থানীয় আমঝুপি শিশু-কিশোর সংগঠন।  
শিশু-কিশোর সংগঠনের উদ্যোগে অসহায় প্রতিবন্ধি জুল্লুকে একটি টিন সেটের ঘর দেওয়া হয়। সেইসঙ্গে ঘরের লেপ, কাঁথা, বালিশসহ নানা উপকরণ দেওয়া হয়।  

টিনের ঘরটির চাবি জুল্লুকে দেন আমঝুপি শিশু-কিশোর সংগঠনের সভাপতি মোস্তাক মিলন।  

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আসাদুজ্জামান লিটন, আমঝুপি প্রজন্ম সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম, মেহেদী হাসান, শাহেদুল ইসলাম কানাই প্রমুখ।  

বাংলাদেশ সময়: ০৬৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।