ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাভারে বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২১
সাভারে বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু

সাভার (ঢাকা): সাভারে বাসচাপায় কাওসার বিন হাসান (১৯) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের গেন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাওসার বিন হাসান সাভারের আশুলিয়া থানার ভাদাইল এলাকার সুরুজ আলীর ছেলে। তিনি সাভার বেপজা পাবলিক স্কুল ও কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেছে।  

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে হাসান মোটরসাইকেলে ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে গাবতলী যাচ্ছিলেন। তিনি গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সাভার হাইওয়ে থানার সার্জেন্ট বাহারুল সোহাগ বাংলানিউজকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওযা হবে। হানিফ পরিবহনের বাসটি জব্দ করা হলেও এর চালককে আটক করা যায়নি।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।