ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় করোনা ভাইরাস প্রতিরোধে র‌্যালি-মাস্ক বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২১
চুয়াডাঙ্গায় করোনা ভাইরাস প্রতিরোধে র‌্যালি-মাস্ক বিতরণ চুয়াডাঙ্গায় র‌্যালি-মাস্ক বিতরণ

চুয়াডাঙ্গা: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও মাস্ক বিতরণ করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)।

বুধবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর থেকে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।

একইসঙ্গে ১০০ জন দুস্থ ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে বিএনসিসি সদস্যরা।

এসময় খুলনা সুন্দরবন রেজিমেন্ট কমান্ডার (আর্টিলারি) মেজর জসিম উদ্দিন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ ড. একেএম সাইফুর রশীদসহ বিএনসিসির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।