ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কালাইয়ে ফেনসিডিলসহ আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
কালাইয়ে ফেনসিডিলসহ আটক ৪ প্রতীকী

জয়পুরহাট: জয়পুরহাটের কালাই উপজেলায় পাথরবোঝাই একটি ট্রাক থেকে ৩৩০ বোতল ফেনসিডিলসহ চার মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।  

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরের দিকে বিষয়টি জানান র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ।

 

আটকরা হলেন- পাবনার বাসিন্দা রিপন হোসেন, সেলিম ফকির, মামুন হোসেন ও দিনাজপুরের বাসিন্দা নাহিদ ইসলাম।

এমএম মোহাইমেনুর রশিদ বাংলানিউজকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে ভোরে কালাইয়ের পুনট এলাকায় পাথরবোঝাই ট্রাকে তল্লাশি করে ৩৩০ বোতল ফেনসিডিল জব্দসহ ওই চার মাদকবিক্রেতাকে আটক করা হয়। ট্রাকটি দিনাজপুরের হিলি থেকে ঢাকায় যাচ্ছিল। আটকদের কালাই থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।