ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আগুন নেভাতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
আগুন নেভাতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে শ্রমিকের মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে তুলা কারখানার আগুন নেভাতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে জহুরুল ইসলাম (৬২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন মোহাম্মদ হোসেন (৬৪) নামে আরও এক শ্রমিক।

সোমবার (২২ মার্চ) দুপুরে সদর উপজেলার খোকসাবাড়ী ইউনিয়নের রাণীগ্রাম এলাকার ইব্রাহিম নামে এক ব্যক্তির তুলা কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মৃত জহুরুল ইসলাম ওই ইউনিয়নের গুনেরগাতী গ্রামের বাসিন্দা।  

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. হামীম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, তুলার কারখানায় কাজ করার সময় কোনো দুটি শক্ত বস্তুর ঘর্ষণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এসময় আগুন নেভাতে গিয়ে দুই শ্রমিক আহত হন।  

স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে জহুরুল নামে এক শ্রমিককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনে।  

সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শামীমুর রহমান বলেন, আগুন নেভাতে গিয়ে অতিরিক্ত ধোয়ার কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান জহুরুল।  

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।