ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন।

রোববার (২৮ মার্চ) দুপুরের দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের পিয়ার বিশ্বাসের ঘাট এলাকায় ট্রাক্টর চাপায় একজন এবং ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গির সেতুর টোলঘর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হন।

নিহতরা হলেন- ওই ইউনিয়নের নতুন কাজীপাড়ার আবুল হোসেনের ছেলে মো. সাগর আলী (১৮) ও মোটরসাইকেল চালক আসিফ (৩৫)।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আশীষ কুমার সরকার বাংলানিউজকে জানান, দুপুরে পিয়ার বিশ্বাসের ঘাট এলাকায় বালু ভর্তি একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে সাগরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে, ক্যাপ্টেন বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুর টোলঘর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরোহী আসিফ গুরুত্বর জখম হন। তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফ্ফর হোসেন সড়ক দুর্ঘটনায় দু’জনের নিহত হওয়ার সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।