ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২১
করোনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু ...

কুষ্টিয়া: কুষ্টিয়ায় করোনা (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সাদেকুর রহমান শুভ (২৬) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (২১ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১১টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শুভ কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের আহম্মদপুর এলাকার মীর নজরুল ইসলামের ছেলে। সে কুষ্টিয়ার রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিল।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. তাপস কুমার সরকার তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।

এ পর্যন্ত কুষ্টিয়া জেলায় করোনা (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ১০৩ জন মারা গেছেন। বুধবার (২১ এপ্রিল) নতুন করে ১৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে বলে জেলা প্রশাসন সুত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।