ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিদ্ধিরগঞ্জে আগুনে ৮ দোকান পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২১
সিদ্ধিরগঞ্জে আগুনে ৮ দোকান পুড়ে ছাই

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আগুনে মুদি দোকানসহ আট দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) ভোরে সিদ্ধিরগঞ্জের নাসিক ৬ নম্বর ওয়ার্ডের আদমজী নতুন বাজার এলাকায় জুমা মার্কেটে এ আগুন লাগার ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রুহুল আমিন মোল্লা বলেন, ভোরে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তিনটি ইউনিট প্রায় দেড়ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে মুদি দোকানসহ আটটি দোকান পুড়ে গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

আগুনের সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তদন্ত ছাড়া এখন কিছু বলা যাবে না।

এ দিকে ক্ষতিগ্রস্ত দোকান মালিক আবু জাফর বলেন, ঈদকে সামনে রেখে আমি দোকানে অনেক টাকার মালামাল কিনে ছিলাম। আমার সবশেষ হয়ে গেলো। একটি মোবাইল, নগদ ক্যাশ টাকা ও ঈদের জন্য কেনা নতুন মালামালসহ প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২১
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।