ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিদ্ধিরগঞ্জে মাদক ব্যবসা নিয়ে ‘টেনশন গ্রুপে’র হামলায় আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৬ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২১
সিদ্ধিরগঞ্জে মাদক ব্যবসা নিয়ে ‘টেনশন গ্রুপে’র হামলায় আহত ৫

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক ব্যবসাকে কেন্দ্র করে ‘টেনশন গ্রুপে’র হামলায় পাঁচজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতের এ ঘটনায় ওই গ্রুপের তিনজনকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন- তোফাজ্জল হোসেন (২১), সায়েম (১৮) ও মানিক (১৯)।

আহতদের মধ্যে চারজনের নাম জানা গেছে। তারা হলেন- দেলোয়ার হোসেন দোলন (২৫),
রিপন (২৩), আল-আমীন (২১) ও আরিফ (১৮)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়কে কেন্দ্র করে এলাকার তরুণদের দু’টি গ্যাংয়ের মধ্যে দ্বন্দ্ব চলছে। এর জের ধরে বৃহস্পতিবার রাতে গ্যাং লিডার রাইসুল ইসলাম সীমান্তের নেতৃত্বে ‘টেনশন গ্রুপে’র ১৫-২০ জন সিদ্ধিরগঞ্জের দক্ষিণ পাড়ায় গিয়ে অপর একটি গ্রুপের সদস্যদের ওপর হামলা চালান। এ ঘটনায় পাঁচজন আহাত হন। গুরুতর আহত অবস্থায় তাদের নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় স্থানীয়রা টেনশন গ্রুপের তিনজনকে আটক করলেও বাকিরা পালিয়ে যান।

জানা যায়, রাইসুল ইসলাম সীমান্ত টেনশন নামে একটি গ্রুপের নেতৃত্ব দেন। এ গ্রুপের সদস্যরা এলাকায় মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত বলে অভিযোগ রয়েছে। সীমান্ত নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিকের ছেলে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন খন্দকার জানান, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। বাকিদের আটক করার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ০৮২৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ