ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

কুমিল্লায় তিন মাসে প্রায় সাড়ে ৫ কোটি টাকার মাদক উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২১
কুমিল্লায় তিন মাসে প্রায় সাড়ে ৫ কোটি টাকার মাদক উদ্ধার

কুমিল্লা: কুমিল্লায় গত তিন মাসে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। এ সময়ে মাদক বিক্রির সঙ্গে জড়িত এক হাজার ১২ জনকে গ্রেফতার করতেও সক্ষম হয় তারা।

 

বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. ফারুক আহমেদ এ তথ্য জানান।

তিনি জানান, গত তিন মাসে দুই হাজার ১০ কেজি গাঁজা, ৫৯ হাজার ৯৬৮ পিস ইয়াবা, সাত হাজার ৫৯২ বোতল ফেনসিডিল, ৩৬৬ লিটার দেশীয় মদ, ১৬২ বোতল হুইস্কি, ৪৮ ক্যান বিয়ার, ৯৬ বোতল বিদেশি মদ, ইস্কাপ সিরাপ এক হাজার তিন বোতল উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব মাদকের বাজার মূল্য পাঁচ কোটি ৩৪ লাখ ১৫ হাজার ৯০০ টাকা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আজিম উল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহারিয়ার মোহাম্মদ মিয়াজি, অতিরিক্ত পুলাশ সুপার (ডিএসবি) আফজাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) নাজমুল হাসান রাফি, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল হক, গোয়েন্দা পুলিশের ওসি আনওয়ারুল আজিমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ০৯৫৭ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২১
এসএইচডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।