ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কমলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২১
কমলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সালমা বেগম (১৪) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের গুলেরহাওর (টিলাগাঁও) গ্রামে বাড়ির রান্নাঘরে এ দুর্ঘটনা ঘটে।

কমলগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার সামছুন নাহার পারভীন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সামছুন নাহার পারভীন জানান, নিহত সালমা ওই গ্রামের দিনমজুর মিনার মিয়ার মেয়ে। সে ইসলামপুর পদ্মা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

তিনি জানান, বৃহস্পতিবার সকালে সালমা নাস্তা তৈরি করতে যায়। এ সময় রান্না ঘরের বাতি জ্বালাতে গিয়ে ভাঙ্গা সুইচ বোর্ডে হাত দিয়ে সে বিদ্যুতায়িত হয়। তার চিৎকারে মা নাজমা বেগম ঘুম থেকে উঠে দেখেন সালমা বিদ্যুতায়িত হয়েছে। তখন তার বাবা মিনার মিয়া দ্রুত বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করলে সালমা মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২১
বিবিবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।