ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

রোহিঙ্গা শিবিরে ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২১
রোহিঙ্গা শিবিরে ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার তাজনিমারখোলা এলাকার ১৩ নম্বর রোহিঙ্গা শিবিরে এবার এক হাজার ৯৪৫ পিস ইয়াবা ও জাল টাকাসহ ধরা পড়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) তিন পুলিশ সদস্য।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে ক্যাম্প এলাকায় এ অভিযান চালানো হয়।

উখিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) গাজী সালাহ উদ্দিন বাংলানিউজকে জানান, ইয়াবাসহ আটক তিনজনই রোহিঙ্গা শিবিরে নিয়োজিত ৮ এপিবিএন’র কনেস্টেবল। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ৮ এপিবিএন পুলিশ ক্যাম্পে কর্মরত কনেস্টেবল সোহাগ, মিরাজ ও নাজিমের ব্যক্তিগত কক্ষ থেকে আর্মড পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

জানা যায়, ক্যাম্প-১৩ ব্লক-এ এর হেডমাঝি একরামকে (৩৮) কনস্টেবল সোহাগ ইয়াবা বিক্রি করে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছিল। পরে হেড মাঝি একরাম বিষয়টি ৮ এপিবিএন সিনিয়র এএসপি কামরুল ইসলামকে জানায়। পরে বিষয়টি গোপনে অনুসন্ধান চালিয়ে নিশ্চিত হলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ও জাল টাকা উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ২৩০৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২১
এসবি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।