ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বাগেরহাটে গাছের গুঁড়ির নীচে পড়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২১
বাগেরহাটে গাছের গুঁড়ির নীচে পড়ে শ্রমিকের মৃত্যু

বাগেরহাট: বাগেরহাটের শরণখোলায় গাছের গুঁড়ির নীচে চাপা পড়ে রাকিব তালুকদার (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।  

শুক্রবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার রাজাপুর গ্রাম থেকে কাটা গাছের গুঁড়ি স’মিলে (করাতকল) নিয়ে যাওয়ার পথে ওই গুঁড়ির নীচে চাপা তার মৃত্যু হয়।

রাকিব তালুকদার উপজেলার রাজাপুর গ্রামের মো. আশ্রাব আলী তালুকদারের ছেলে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, প্রতিবেশী বাদশা হাওলাদার তার কেটে রাখা একটি গাছ স’মিলে নেওয়ার জন্য স্থানীয় রাকিবসহ অন্যান্যদের নিয়ে গাড়িতে তোলার চেষ্টা করছিলেন। এসময় একজনের পা পিছলে গাছের গুঁড়িটি পড়ে যায়। এসময় রাকিব ওই গাছের গুঁড়ির নীচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।