ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনায় মারা গেলেন সাহিত্যিক ও প্রকাশক সাঈদ আহমদ আনীস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২১
করোনায় মারা গেলেন সাহিত্যিক ও প্রকাশক সাঈদ আহমদ আনীস সাঈদ আহমদ আনীস

কিশোরগঞ্জ: করোনা আক্রান্ত হয়ে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই সাহেব বাড়ির কৃতি সন্তান, বিশিষ্ট সাহিত্যিক ও প্রকাশক সাঈদ আহমদ আনীস (৬৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।

শুক্রবার (২৩ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুকালে তিনি দুই ছেলে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গত ১৬ এপ্রিল রাতে সাঈদ আহমদ আনীসের স্ত্রী সুলতানা ইয়াসমীনও করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

সাঈদ আহমদ আনীস একুশে পদকপ্রাপ্ত বাংলা সাহিত্যের অন্যতম কবি, দার্শনিক, গবেষক ও বহু ভাষাবিদ মনিরউদ্দীন ইউসুফের ছেলে।  

তার মৃত্যুতে কিশোরগঞ্জের কবি মনিরউদ্দীন ইউসুফ স্মৃতি ও গবেষণা পরিষদের সভাপতি বিশিষ্ট লেখক ও গবেষক মু.আ. লতিফ গভীর শোক প্রকাশ করেছেন। সেই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এছাড়াও তার মৃত্যুতে কিশোরগঞ্জের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।  

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২১ 
এসআরএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।