ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খুলনায় জঙ্গি সংগঠনের ৪ সদস্য আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, মে ২, ২০২১
খুলনায় জঙ্গি সংগঠনের ৪ সদস্য আটক

খুলনা: খুলনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল-ইসলামের চারজন সদস্যকে আটক করা হয়েছে।

তারা হলেন- তেরখাদা দক্ষিণপাড়ার মৃত আব্দুল মান্নানের ছেলে মাওলানা মো. হাবিব মাসুদ রেজা (২৮), ঝালকাঠির নলসিটির দহরা গ্রামের আব্দুস সালামের ছেলে মো. আবু বক্কর সিকদার (২০), দিনাজপুরের বিরলের মাধবকাঠির শাহাদাত মোল্লার ছেলে মোহাম্মদ ইউসুফ আলী (২১) ও নড়াইলের লোহাগড়ার নালিয়ার আব্দুল জব্বারের ছেলে আশরাফুল ইসলাম (৩১)।

রোববার (২ মে) সকালে খুলনার তেরখাদা উপজেলার আজিজিয়া মারকাজুল উলুম মাদরাসা থেকে তাদের আটক করে র‌্যাব-৩ এর একটি দল। র‌্যাব-৩ এর সদস্যরা অ্যাডিশনাল এসপি রিনা রানীর নেতৃত্বে তাদের আটক করেন।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বাংলানিউজকে বলেন, র‌্যাব ঢাকার একটি টিম তেরখাদার আজিজিয়া মারকাজুল উলুম মাদরাসা থেকে আনসার আল ইসলামের ৪ সদস্যকে আটক করেছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, মে ০২, ২০২১
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ