ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

শিবচরে ৪টি ঘর পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, মে ২, ২০২১
শিবচরে ৪টি ঘর পুড়ে ছাই

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরে অগ্নিকাণ্ডে চারটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে কমপক্ষে ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

 

রোববার (২ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের উত্তর বাঁশকান্দি গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।  

জানা যায়, বাঁশকান্দি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর বাঁশকান্দি গ্রামের আনোয়ার হোসেন সরদারের বাড়ি রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। দুপুরে আনোয়ার হোসেনের স্ত্রী রান্না করার সময় প্রয়োজনীয় কাজে রান্না ঘরের বাইরে গেলে ওই মুহূর্তেই চুলা থেকে আগুন রান্না ঘরে ছড়িয়ে পড়ে। আগুন দ্রুত পাশের গোয়ালঘর ও বসতঘরে লেগে যায়। এসময় তাদের চিৎকারে স্থানীয়রা এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভুক্তভোগী আনোয়ার সরদার বাংলানিউজকে বলেন, আগুনে আমাদের দুইটি বসত ঘরসহ ৪টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে এ দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।