ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, জুন ১২, ২০২১
শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু  ছবি: বাংলানিউজ

হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে সৈয়দ গোলাম মোস্তফা (২৯) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  

শনিবার (১২ জুন) সন্ধ্যায় উপজেলার সেলামি রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মোস্তফা হবিগঞ্জ সদর উপজেলার দক্ষিণ সুলতানশী গ্রামের সৈয়দ গোলাম হাবিবের ছেলে।  

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুনুর রশিদ বাংলানিউজকে জানান, ঢাকাগামী পারাবত ট্রেন সন্ধ্যা ৭টার দিকে শায়েস্তাগঞ্জের সেলামি রেলগেট এলাকায় পৌঁছে। এ সময় ট্রেনে কাটা পড়ে মোস্তফার মৃত্যু হয়। তবেতিনি কীভাবে ট্রেনের নিচে পড়েছেন তা জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।

এর আগে শুক্রবার (১১ জুন) সন্ধ্যায় একই উপজেলার লস্করপুর রেলগেট এলাকায় পারাবতন ট্রেনে কাটা পড়ে অজ্ঞাপরিচয় আরেক যুবকের মৃত্যু হয়। এনিয়ে পারাবতন ট্রেনে কাটা পড়ে দুইদিনে দু’জনের মৃত্যু হলো।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জুন ১২, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad