ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বরিশালে ব্যবসায়ীকে অপহরণ করে নির্যাতনের অভিযোগ

স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, জুন ১২, ২০২১
বরিশালে ব্যবসায়ীকে অপহরণ করে নির্যাতনের অভিযোগ

বরিশাল: বরিশালের লাহারহাট এলাকায় এক ব্যবসায়ীকে অপহরণের পর নির্যাতন করে সঙ্গে থাকা আড়াই লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে আহত ব্যবসায়ীকে অভিযুক্ত অপহরণকারীর বাড়ি থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী ব্যক্তির নাম নিজাম চৌকিদার। এ ঘটনায় মেট্রোপলিটনের বন্দর থানায় লিখিত অভিযোগ করেছেন তার স্ত্রী সীমা বেগম।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে লাহারহাট বাসস্ট্যান্ড থেকে নিজাম চৌকিদারকে একদল দুর্বৃত্ত অপহরণ করে। পরে দুর্বৃত্তরা তাদের একজনের বাড়ি নিয়ে নিজামকে নির্যাতন করে সঙ্গে থাকা আড়াই লাখ টাকা ছিনিয়ে নেয়।

খবর পেয়ে পুলিশকে বিষয়টি জানায় ভুক্তভোগীর পরিবার। পুলিশ অভিযুক্ত অপহরণকারী ওই এলাকার সিরাজুল ইসলামের বাড়ি থেকে আহত অবস্থায় ব্যবসায়ী নিজামকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করে।

শুক্রবার (১১ জুন) ভুক্তভোগীর স্ত্রী ১২ জনের নামোল্লেখ করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তবে পুলিশ এখনও অভিযোগটি মামলা হিসেবে রুজু করেনি বলে অভিযোগ করেন সীমা বেগম।

এ বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার।

বাংলা‌দেশ সময়: ২১৪২ ঘণ্টা, জুন ১২, ২০২১
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।