ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নির্বাচনী অফিসে হামলা-ভাঙচুরের ঘটনায় যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, জুন ১৪, ২০২১
নির্বাচনী অফিসে হামলা-ভাঙচুরের ঘটনায় যুবক আটক

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর একটি নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে বিদ্রোহী প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে।

রোববার (১৩ জুন) সন্ধ্যায় উপজেলার বরইকরণ গ্রামের বারই বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে বহিরাগত বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর কর্মী বহিরাগত এক যুবককে গ্রেফতার করেছে।  

এ ঘটনায় স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পান্নু হাওলাদার বাদী হয়ে চারজনের নামোল্লেখসহ অজ্ঞাতপরিচয় ১০ জনের নামে নলছিটি থানায় মামলা করেন।

আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এইচ এম আখতারুজ্জামান বাচ্চু অভিযোগ করেন, বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী সামসুল আলমের পক্ষে চট্টগ্রাম থেকে আসা বহিরাগত সন্ত্রাসী টিটু খানের নেতৃত্বে ১০-১২ জনের একটি অস্ত্রধারী দল বারইকরণ গ্রামে নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। এসময় কার্যালয়ের সামনে রাখা ৪টি মোটরসাইকেল ভাঙচুর করে তারা। খবর পেয়ে পুলিশ মিরাজ হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেফতার করে। লক্ষ্মীপুর জেলার চরকালকিনী গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে মিরাজ। অভিযুক্ত যুবক ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী সামসুল আলমের পক্ষে প্রচারণায় অংশ নিতে এসেছে বলে পুলিশকে জানিয়েছে।

এ ব্যাপারে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী সামসুল আলম বলেন, আমার কোনো বহিরাগত লোকজন প্রচারণায় নামেনি। এসব অভিযোগ মিথ্যা। কারা নির্বাচনী কার্যালয়ে ভেঙেছে, তা আমার জানা নেই।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ প্রিন্স বলেন, পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। একজনকে গ্রেফতার হয়েছে। তিনি ওই এলাকার বাসিন্দা নয়। এ ঘটনায় চারজনের নামে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জুন ১৪, ২০২১
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।