ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুষ্টিয়ায় প্রকাশ্যে গুলিতে নিহত ৩ জনের দাফন সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, জুন ১৪, ২০২১
কুষ্টিয়ায় প্রকাশ্যে গুলিতে নিহত ৩ জনের দাফন সম্পন্ন জানাজা পড়ানো হচ্ছে। ছবি:” বাংলানিউজ

কুষ্টিয়া: কুষ্টিয়ায় সহকারী উপ পরিদর্শক (এএসআই) সৌমেন কুমার রায়ের ছোড়া গুলিতে নিহত সৌমেনের দ্বিতীয় স্ত্রী আসমা খাতুন, আসমার ছেলে রবিন ও যুবক শাকিল খানের দাফন সম্পন্ন হয়েছে।

ময়নাতদন্ত শেষে সোমবার (১৪ জুন) সকাল ৮টায় নিহতদের পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করে পুলিশ।

সোমবার (১৪ জুন) বাদ যোহর আসমা ও তার ছেলে রবিনকে কুমারখালীর নাতুড়িয়া গ্রামে জানাজা শেষে দাফন করা হয়।
অপরদিকে শাকিল খানকে চাপড়া ইউনিয়নের সাওতা গ্রামে দাফন করা হয়েছে।

রোববার বেলা ১১টার দিকে শহরের কাস্টমস মোড়ে আসমা খাতুন তার ছেলে রবিন (৬) এবং শাকিল নামে এক যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা করে আসমার স্বামী এএসআই সৌমেন রায়। এ ঘটনায় পুলিশ সৌমেনকে গ্রেফতার করে। ঘটনাস্থল থেকে পুলিশ হত্যায় ব্যবহৃত পিস্তল ও দুটি ম্যাগজিন উদ্ধার করে।

এদিকে দুপুরে আটক সৌমেন কুমার রায়কে আদালতে নেওয়া হয়েছে এবং তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবেন বলে পুলিশের পক্ষ থেকে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, জুন ১৪, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।