ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢামেকে হাজতির মৃত্যু 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, জুন ১৪, ২০২১
ঢামেকে হাজতির মৃত্যু 

ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি সোহেল (৩৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।  

সোমবার (১৪ জুন) বিকেল পৌনে ৫টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সোহেলকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী মো. রবিউল ইসলাম জানান, বিকেলে কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে কারা চিকিৎসকের নির্দেশে তাকে দ্রুত ঢাকা মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বাবার নাম আবুল হোসেন। তার হাজতি নম্বর ২১৪৪২/২১। মামলার বিষয়ে কিছু জানাতে পারেনি কারারক্ষী রবিউল।  

সোমবার সকালে তাকে ঢাকা মেডিক্যালের বহির্বিভাগে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, অচেতন অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জুন ১৪, ২০২১
এজেডএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad