ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

মাস্ক না পরে বাইরে ঘোরাঘুরি, আধাঘণ্টা রোদে বসিয়ে শাস্তি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, জুলাই ২৪, ২০২১
মাস্ক না পরে বাইরে ঘোরাঘুরি, আধাঘণ্টা রোদে বসিয়ে শাস্তি

মেহেরপুর: মাস্ক না পরে বাইরে বের হওয়ার অপরাধে তপ্ত রোদে সারিবদ্ধভাবে ৩০ মিনিট বসে সাজাভোগ করলেন ১২ যুবক।

শনিবার (২৪ জুলাই) দুপুরে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বাজার এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক কাজী মোহাম্মদ অনিক ইসলাম এ সাজা দেন।

জানা যায়, তৃতীয় মেয়াদে সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর ‘লকডাউনের’ দ্বিতীয় দিনে মেহেরপুর জেলা প্রশাসন ও যশোর সেনানিবাস ২৭ ফিল্ড আর্টিলারির রেজিমেন্টের সচেতনতামূলক যৌথ অভিযান পরিচালনা করছে।  

অভিযানে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলামের নেতৃত্বে অভিযানের ২৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির লেফটেন্যান্ট শাদমান ইকবালসহ সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, জুলাই ২৪, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।