ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ধানমন্ডিতে ছিনতাইয়ের শিকার সাংবাদিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৩ ঘণ্টা, আগস্ট ৫, ২০২১
ধানমন্ডিতে ছিনতাইয়ের শিকার সাংবাদিক

ঢাকা: অফিস শেষে বাসায় ফেরার পথে রাজধানীর ধানমন্ডি এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন ঢাকা টাইমসের সাংবাদিক আল-আমিন রাজু।

বুধবার (০৪ আগস্ট) রাত ৯টার দিকে রিকশায় করে মোহাম্মদপুরের বাসায় ফেরার পথে ধানমন্ডির ২৭ নম্বর এলাকায় ছিনতাইয়ের শিকার হন তিনি।

ছিনতাইয়ের শিকার আল-আমিন রাজু বলেন, প্রতিদিনের মতো অফিস শেষে মোহাম্মদপুরের বাসায় ফিরছিলাম। আমি ও আমার এক সহকর্মী রিকশায় করে আসার পথে ধানমন্ডি ২৭ এর পশ্চিম মাথার হোয়াইট প্যালেস কমিউনিটি সেন্টারের সামনে আসার পরেই পেছন থেকে আসা একটি মোটরসাইকেলের পেছনে বসা এক যুবক আমার হাতে থাকা মোবাইলটি ছিনিয়ে নেন। এরপর ছিনতাইকারীরা মোটরসাইকেল চালিয়ে দ্রুত পালিয়ে যান।

তিনি আরও বলেন, আজ আমি করোনা ভাইরাসের টিকা নিয়েছি। টিকা নেওয়ার পরে শারীরিকভাবে কিছুটা অসুস্থ থাকায় থানায় যেতে পারিনি। আমার মোবাইল ছিনিয়ে নেওয়ার পর বাইকে থাকা দুইজনকে সাতমসজিদ রোড হয়ে ঝিগাতলার দিকে পালিয়ে যেতে দেখা যায়।

বাংলাদেশ সময়: ০৭৪৭ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২১
পিএম/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।