ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিধি-নিষেধের ১৩তম দিনে গ্রেফতার ৪২৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, আগস্ট ৫, ২০২১
বিধি-নিষেধের ১৩তম দিনে গ্রেফতার ৪২৫

ঢাকা: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর বিধি-নিষেধের ১৩তম দিনে বিভিন্ন নির্দেশনা অমান্য করায় ৪২৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৭৯ জনকে তিন লাখ ৭৬ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়।

বুধবার (৪ আগস্ট) সকাল থেকে দিনভর ডিএমপির বিভিন্ন থানা এলাকায় একযোগে পরিচালিত অভিযানে এ গ্রেফতার ও জরিমানা করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম জানান, কঠোর বিধি-নিষেধের ১৩তম দিন বুধবার ডিএমপির আটটি বিভাগে বিভিন্ন থানা পুলিশ একযোগে অভিযান চালায়। বিধি-নিষেধ অমান্য করার অভিযোগে সারাদিনে ৪২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৭৯ জনকে তিন লাখ ৭৬ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে ১৩তম দিনে বিধি-নিষেধ অমান্য করায় ৪০৭টি যানবাহনকে নয় লাখ ৭১ হাজার টাকা জরিমানা করে ডিএমপির ট্রাফিক বিভাগ।

এ দফায় শুক্রবার (২৩ জুলাই) সকাল ৬টা থেকে শুরু হওয়া কঠোর বিধি-নিষেধ ৫ আগস্ট দিনগত রাত ১২টা পর্যন্ত চলার কথা থাকলেও মঙ্গলবার (৩ আগস্ট) এ বিধি-নিষেধ আরো পাঁচদিন বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত বহাল রাখার কথা জানিয়েছে সরকার।

বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২১
পিএম/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।