ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

ট্রাকের নিচে ঘুম, চাকায় পৃষ্ট হয়ে হেলপার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২১
ট্রাকের নিচে ঘুম, চাকায় পৃষ্ট হয়ে হেলপার নিহত ছবি: বাংলানিউজ

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় ট্রাকের চাপায় ইব্রাহিম হোসেন (১৫) নামে এক হেলপার নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুগঞ্জ ইমরান ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

ইব্রাহীম সদর উপজেলার গাইটঘাট গ্রামের রেলপাড়ার শরিফ উদ্দিনের ছেলে। তিনি ওই ট্রাকের হেলপার হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, বুধবার রাতে ঢাকা থেকে মাল বোঝাই ট্রাকটি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দিকে যাচ্ছিল। এ সময় চালকের ঘুম আসলে ইমরান ফিলিং স্টেশনের সামনে ট্রাকাটি থামানো হয়। পরে চালক সাইদুল ইসলাম ট্রাকের ভেতরে আর হেলপার ইব্রাহীম ট্রাকের নিচে বিছানা করে ঘুমিয়ে পড়েন।

সকালে চালকের ঘুম ভাঙলে তিনি ট্রাকটি চালু করে সামনে নিতে গেলে ইব্রাহীম ঘুমন্ত অবস্থায় চাকার নিচে পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় আটক করা হয় ট্রাক চালককে। জব্দ করা হয় ট্রাকটি।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বাংলানিউজকে জানান, নিহতের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই ঘটনায় ট্রাক চালককেও মুক্তি দেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০১১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।