ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

গৌরনদীতে মাইক্রোবাসের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ হারালেন চালক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২১
গৌরনদীতে মাইক্রোবাসের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ হারালেন চালক

বরিশাল: বরিশালের গৌরনদীতে ঢাকাগামী মাইক্রোবাসের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক ইউসুফ মিয়া (৩৬) নিহত হয়েছেন।  

বুধবার (১৫ সেপ্টেম্বর) দিনগত রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার দক্ষিণ মাহিলাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইউসুফ ভোলা জেলার লালমোহন উপজেলার লেঙ্গুটিয়া গ্রামের মো. বাদশা মিয়ার ছেলে।  

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বেল্লাল হোসেন জানান, ঢাকা থেকে ভাড়ায় যাত্রী নিয়ে বরিশাল নগরীতে আসেন মাইক্রোবাস চালক ইউসুফ। বুধবার রাতে বরিশাল থেকে কোনো যাত্রী ছাড়াই মাইক্রোবাস নিয়ে ঢাকায় যাচ্ছিলেন তিনি। পথে দক্ষিণ মাহিলাড়া এলাকায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি (ইউসুফ) গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।  

দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটিকে জব্দ করা হয়েছে বলেও জানান ওসি বেল্লাল হোসেন।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২১

এমএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।