ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাংনীতে ডেঙ্গু রোধে হাঙ্গার প্রজেক্টের সচেতনতা কার্যক্রম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২১
গাংনীতে ডেঙ্গু রোধে হাঙ্গার প্রজেক্টের সচেতনতা কার্যক্রম ছবি: বাংলানিউজ

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রম পালন করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা দ্য হাঙ্গার প্রজেক্ট।

উপজেলার প্রায় ৪২ হাজার ৮১৬টি পরিবারের মাঝে সপ্তাহব্যাপী এ কার্যক্রম পালন করা হয়।

দ্য হাঙ্গার প্রজেক্টের গাংনী এরিয়া অফিসের ৪ হাজার ৯১ জন স্বেচ্ছাসেবী এতে অংশ নেন।

সংশ্লিষ্টরা জানান, স্বেচ্ছাসেবীরা সচেতনতা সৃষ্টিতে প্রতিটি এলাকায় মাইকিং ও লিফলেট বিতরণ করেন। এ সময় এডিস মশার লাভা ধ্বংস করতে জীবাণুনাশক স্প্রে করা হয়। বাড়ির আঙিনা পরিষ্কার রাখতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এসব সভায় স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য, গণ্যমান্য ব্যক্তি ও দ্য হাঙ্গার প্রজেক্টের স্থানীয় সমন্বয়কারীরা উপস্থিত ছিলেন।

দ্য হাঙ্গার প্রজেক্টের গাংনী এরিয়া অফিসের সমন্বয়কারী হেলাল উদ্দীন বলেন, বর্তমানে করোনার মতো মহামারীর রূপ ধারণ করেছে ডেঙ্গু। তাই সচেতনতার কোনো বিকল্প নেই। সচেতনতা কার্যক্রমে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী খানম বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। বর্ষা মৌসুম পর্যন্ত কার্যক্রমটি অব্যাহত থাকবে।

উল্লেখ্য, চলতি বছর গাংনী উপজেলায় সাত জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে চার জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। অপর তিন জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।