ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

আইস মাদকের সবচেয়ে বড় চালান জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২১
আইস মাদকের সবচেয়ে বড় চালান জব্দ ফাইল ছবি

ঢাকা: রাজধানীতে একাধিক অভিযান চালিয়ে ৯০ লাখ টাকার মূল্যের ৫৬০ গ্রাম আইস ও ইয়াবা ট্যাবলেট জব্দ করা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। ডিএনসির দাবি, জব্দ করা আইস এখন পর্যন্ত আটক হওয়া আইসের সব থেকে বড় চালান।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ডিএনসির ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) সহকারী পরিচালক মো. মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৯০ লাখ টাকা মূল্যের ৫৬০ গ্রাম আইস ও ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এটি এখন পর্যন্ত ঢাকায় আটক হওয়া আইসের সবচেয়ে বড় চালান।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে তেজগাঁওয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২১ 
পিএম/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।