ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দীঘিনালায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২১
দীঘিনালায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু প্রতীকী ছবি

খাগড়াছড়ি: খাগড়াছড়ির দীঘিনালায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১৩ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম নিসার আল ইসলাম।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে দীঘিনালার মধ্যবেতছড়ি গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের মো. নাজমুল ইসলামের ছেলে।

প্রতিবেশী ও স্থানীয় ওয়ার্ড মেম্বার মো. কালাম জানান, আমার ঘরের উঠানে পাশের বাড়ির এক কৃষক বৈদ্যুতিক লাইন থেকে মাল্টিপ্লাগের মাধ্যমে সংযোগ দিয়ে স্ট্যান্ড ফ্যানে ধান পরিস্কার করছিলেন। পাশেই নিসারসহ তার বাবা-মা বসেছিলেন। কোন এক ফাঁকে শিশুটি মাল্টিপ্লাগের ছিদ্রে আঙ্গুল ঢুকিয়ে দেয়। তখন সে বিদ্যুতায়িত হয়ে চিৎকার দিয়ে পড়ে যায়। অজ্ঞান অবস্থায় দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২১
এডি/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।