ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আনসার সদস্যের আঘাতে এপিসি হাসপাতালে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২১
আনসার সদস্যের আঘাতে এপিসি হাসপাতালে

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে আনসার ব্যাটালিয়ন সদস্যের হাতে লাঞ্ছিত হয়েছেন বাহিনীর এক এপিসি। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) মাধবপুর উপজেলায় হবিগঞ্জ গ্যাসক্ষেত্রে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

এ সময় ওই সাধারণ সদস্যের ঘুষিতে এপিসির নাক ফেটে যায়। তিনি হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছুটি যাওয়া নিয়ে গ্যাসক্ষেত্রে নিরাপত্তায় নিয়োজিত এপিসি দুলনের সঙ্গে সাধারণ সদস্য জসিম মিয়ার তর্কাতর্কি হয়। এ সময় দুইজনের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে জসিম মিয়ার ঘুষিতে দুলন আচার্য্যর নাক ফেটে যায়। পরে তিনি হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছেন।

হবিগঞ্জ জেলা আনসার-ভিডিপির কমান্ড্যান্ট অরূপ রতন পাল বাংলানিউজকে বলেন, বাহিনীর দুই সদস্যের মাঝে অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পেয়েছেন। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে এবং শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২১
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad