ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ঝালকাঠিতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কর্মশালা

ঝালকাঠি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২১
ঝালকাঠিতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কর্মশালা ঝালকাঠিতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কর্মশালা

ঝালকাঠি: জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় সিভিল সার্জন কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় চিকিৎসক, গণমাধ্যমকর্মী ও স্বাস্থ্য বিভাগের সেবাদানকারীরা উপস্থিত ছিলেন।

আগামী ১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত জেলার চার উপজেলা ও দুটি পৌরসভায় ৮২৪টি কেন্দ্রে একযোগে লাখের বেশি শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর পরিকল্পনা হাতে নিয়েছে স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে ৬ থেকে ১১ মাস পর্যন্ত ১২ হাজার ৮০০ শিশুদের নীল রঙয়ের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৯০ হাজার ৫০০ শিশুকে লাল রঙয়ের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

ওরিয়েন্টেশন কর্মশালায় এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।