ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২২
কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশরাফুল (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  

শুক্রবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার কচাকাটা থানার নারায়ণপুর ইউনিয়নের উত্তর ঝাউকুটি গ্রামে এ ঘটনা ঘটে।

আশরাফুল ওই গ্রামের আব্দুস সবুরের ছেলে।

নারায়ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, আশরাফুল সকালে বাড়ির উঠানে কাজ করার সময় গোয়াল ঘরের পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে হাত লাগলে বিদ্যুতায়িত হয়। সম্ভবত কোনো কারিগরি ত্রুটির কারণে খুঁটির সঙ্গে থাকা আর্থিংয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ভুরুঙ্গামারী পল্লী বিদ্যুতের ডিজিএম কাওসার আহমেদ বাংলানিউজকে জানান, বিষয়টি তদন্ত না করে কোনো কিছু বলা যাচ্ছে না। অনেক সময় প্রটেকশন তার ধরে টানাটানি করলে এমন হওয়ার সম্ভাবনা থাকে।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২২
এফইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।