ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাল্কহেডের ধাক্কায় নিখোঁজ চিকিৎসকের মরদেহ মিলল তিতাস নদীতে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২২
বাল্কহেডের ধাক্কায় নিখোঁজ চিকিৎসকের মরদেহ মিলল তিতাস নদীতে

ব্রাহ্মণবাড়িয়া: বাল্কহেডের ধাক্কায় নিখোঁজ হওয়ার ১৬ ঘণ্টা পর তিতাস নদীতে অসীম আচার্য (২৯) নামে এক পল্লী চিকিৎসকের মরদেহ পাওয়া গেছে।

রোববার (০৯ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গোসাইপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

অসীম বিদ্যাকুট ইউনিয়নের মনিপুর গ্রামের গোপী মোহন আচার্যের ছেলে।  

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ জানান, ডিঙি নৌকা চালিয়ে মনিপুর গ্রাম থেকে গোসাইপুর বাজারের দিকে যাচ্ছিলেন পল্লী চিকিৎসক অসীম। সঙ্গে ছিলেন নেপাল সরকার নামে আরেকজন। সে সময় একটি বাল্কহেড ধাক্কা দিলে নৌকা উল্টে তারা ডুবে যান।
পরে নেপাল সাঁতরে তীরে উঠলেও অসীমকে পাওয়া যাচ্ছিল না। পরে নবীনগর ও ব্রাহ্মণবাড়িয়া সদরের দমকল বাহিনী চেষ্টা চালিয়ে ১৬ ঘণ্টা পর অসীমের মরদেহ উদ্ধার করে।  

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।