ঢাকা, মঙ্গলবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০২ জুলাই ২০২৪, ২৪ জিলহজ ১৪৪৫

জাতীয়

ভারতে গেলে থাকতে হবে কোয়ারেন্টিনে

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২২
ভারতে গেলে থাকতে হবে কোয়ারেন্টিনে ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী -ফাইল ছবি

ঢাকা: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী জানিয়েছেন, আগামী ১১ জানুয়ারি থেকে অন্য দেশ থেকে আসা সব যাত্রীকেই ৭ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।

রোববার (৯ জানুয়ারি) রাজধানীর মহাখালীতের শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় অন্যান্য কূটনীতিকদের সঙ্গে টিকা নেন বিক্রম দোরাইস্বামীও।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আগামী ১১ জানুয়ারি থেকে ভারতে বিদেশ থেকে আসা সব যাত্রীকে কোয়ারেন্টিনে থাকতে হবে। এমনকি ভারতীয়দেরও কোয়ারেন্টিনে থাকতে হবে।

তিনি আরও বলেন, জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশি নাগরিকদের ভারতে ভ্রমণ না করাই সবচেয়ে ভালো হবে। তবে ভারতে যাওয়ার জন্য স্থলবন্দর খোলা এবং ভিসা চালু থাকবে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ৯ জানুয়ারি৯, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।