ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

ঝিনাইদহে ভাতিজার হাতে চাচা খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২২
ঝিনাইদহে ভাতিজার হাতে চাচা খুন

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের যাদবপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার কোদালের আঘাতে চাচা আওলাদ হোসেন (৭০) নামে একজন নিহত হয়েছেন।  

সোমবার (১০ জানুয়ারি) বিকেলে ওই উপজেলায় এ ঘটনা ঘটে।

নিহত আওলাদ হোসেন সদর উপজেলার যাদবপুর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বাংলানিউজকে জানান, গ্রামের দাড়িরপুর মাঠের ১০ কাঠা জমি নিয়ে আওলাদ হোসেন ও তার ভাতিজা শহীদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার দুপুরে বিরোধপূর্ণ ওই জমিতে গেলে তার ও ভাতিজার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ভাতিজা শহীদ কোদাল দিয়ে চাচার মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, জমি নিয়ে বিরোধে আওলাদ হোসেন মারা গেছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।