ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজস্থলীতে ট্রাকের ধাক্কায় বাইকে থাকা ২ পর্যটক আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২২
রাজস্থলীতে ট্রাকের ধাক্কায় বাইকে থাকা ২ পর্যটক আহত

রাঙামাটি: রাঙামাটির রাজস্থলী উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই পর্যটক আহত হয়েছেন।  

সোমবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কের সেলমারা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- সাকিল হোসেন (২৭) এবং মানিক মিয়া (২৮)।  

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে সেলমারা নামক এলাকায় উপজেলা সদর থেকে আসা একটি ট্রাক সামনে থেকে মোটরসাইকেলআরোহী দুই পর্যটককে ধাক্কা দেয়। এতে ওই দুই পর্যটক আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে পাশের উপজেলা কাপ্তাইয়ের চন্দ্রঘোনা মিশন হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেল বাঙালহালিয়া পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।